• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিচার ও নির্বাহী বিভাগের ৩৭ কর্মকর্তা -কর্মচারী করোনায় আক্রান্ত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৩:৫৬ পিএম
হবিগঞ্জে বিচার ও নির্বাহী বিভাগের ৩৭ কর্মকর্তা -কর্মচারী করোনায় আক্রান্ত
ছবি: প্রতীক

হবিগঞ্জে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ৩৭ জন কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে আইসোলেশনে আছেন। এর মধ্যে ১০ জন বিচারক, ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২ জন উপজেলা নির্বাহী অফিসার, ১ জন সহকারি কমিশনার ভূমি, ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন কর্মচারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ১ জন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ১ জন ও শিক্ষার্থী ১৬ জন রয়েছেন। জেলার বিচার বিভাগে কর্মরত মোট ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। এছাড়া ৩ জনের মধ্যে ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক করোনা আক্রান্ত হওয়ায় অন্য কর্মকর্তাদের কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের আরও ৩ জন কর্মচারীও আক্রান্ত হয়েছে।ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আরও অনেকেই আক্রান্ত আছেন। যাদের সবার নাম এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি বলেন, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। এত বেশি আক্রান্ত হচ্ছে যে সবার নাম তালিকা থেকে বাছাই করে বের করা কঠিন হয়ে পড়েছে।


আরও পড়ুন

Side banner
Link copied!