• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদবপুরে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্টানকে অর্থ দন্ড


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৬:৫৯ পিএম
মাদবপুরে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্টানকে অর্থ দন্ড
মাদবপুরে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্টানকে অর্থ দন্ড

হবিগঞ্জ  মাধবপুর উপ জেলায় চড়া মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে  বিভিন্ন প্রতিষ্টানকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে মাধবপুর বাস স্ট্যান্ডের অদূরে অবস্থিত কয়েকটি তরমুজের দোকানে এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অভিযোগে ইসমাইল ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
পরে কয়েকটি রড সিমেন্টের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত বেশী দামে রড বিক্রির দায়ে মেসার্স আলম ট্রেডার্সকে ১০ হাজার টাকা,মেসার্স বৈশাখী ট্রেডার্সকে ১০ হাজার ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকারের হবিগঞ্জ অফিসের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান ভোক্তা অধিকার সংরক্ষণের এই অভিযান নিয়মিত চলবে।


Side banner
Link copied!