• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ‘চাঁদাবাজি’: সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০১:৩১ পিএম
পুলিশের ‘চাঁদাবাজি’: সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ এনে প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাভারের আশুলিয়ায় রিকশাচালকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ-পলাশবাড়ী ইউটার্নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তবে এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রিকশাচালকরা অভিযোগ করে বলেন, রিকশা নিয়ে মহাসড়কে না উঠলেও হাইওয়ে পুলিশ রিকশা ধরে ২৬০০ টাকা জরিমানা করে। আমরা গরিব মানুষ, দিন আয় করে দিন খাই। এক মাসে কয়েকবার পর্যন্ত জরিমানা আদায় করে পুলিশ। আমাদের রিকশা ধরলে আন্দোলন চলতে থাকবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।


Side banner
Link copied!