• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদুল আযহায় উত্তরবঙ্গের মানুষের যাতায়াতে সড়কে নিরাপত্তা জোরদার


FavIcon
জহুরুল ইসলাম , সিরাজগঞ্জ :
প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৬:৫৬ পিএম
ঈদুল আযহায় উত্তরবঙ্গের মানুষের যাতায়াতে সড়কে  নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদার করন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এফ বি এম আমিন উল্লাহ  নুরী বলেছেন,  ঈদ-উল আযহায় অধিক সংখ্যক মানুষ ঘরে নিরাপদে ফিরতে চায়। সড়ক নিরাপদ করতে সড়ক বিভাগ, ট্রাফিক বিভাগ , প্রশাসন বিভাগ ,পরিবহন বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । উত্তরবঙ্গের  প্রবেশদ্বার সিরাজগঞ্জ অনেক গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জেলা। এই জেলা দিয়ে উত্তরবঙ্গের সকল জেলায় যাতায়াত করতে হয়। এখানে সুষ্ঠু ব্যবস্থা থাকলে আর কোথাও যানজটের সমস্যা হবে না। এজন্য সরকারের নজর এই জেলায় বেশি । ঈদে যাতে ভোগান্তি না হয় তার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। 
শনিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসনের শহীদ এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটি এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,  ট্রাফিক পুলিশ সুপার মুন্সি শহিদুজ্জামান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল হকসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 


Side banner
Link copied!