• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান নলিউর রহমানের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১২:০২ পিএম
ইউপি চেয়ারম্যান নলিউর রহমানের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ
ছবি - সংগৃহীত

আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বিরুদ্ধে বন্যাকালীন সময়ে ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে স্থানীয় কিছু গ্রামবাসী বাদী হয়ে গত শনিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বন্যাকালীন সময়ে সরকারি ত্রাণসামগ্রী সংশ্লিষ্টদের অবগত না করেই নিজের ইচ্ছা মাফিক তালিকা করেন।

কয়েকজন গরীবের নাম তালিকায় অন্তর্ভূক্ত করে তাদের ত্রাণসামগ্রী না দিয়ে চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেন। গত ২৩ জুন বন্যার ক্ষতিগ্রস্থদের জন্য আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ্দের ৫ দফায় প্রায় ৯৮ হাজার টাকার চাল এবং ত্রাণ সামগ্রী আত্মসাত করেছেন।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত নলিউর রহমান তালুকতারের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 


Side banner
Link copied!