• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৬:৪২ পিএম
শরীয়তপুরে প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান
ছবি - সংগৃহীত

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ একটি মুহূর্ত বিজ্ঞান ছাড়া ভাবা যায় না। মানুষ আজ বিজ্ঞানকে কাজে লাগিয়ে জীবনযাত্রাকে সহজ করে ফেলেছে।  বিশ্ব আজ হাতের মুঠে। বিজ্ঞানী বলতে আমরা চিনি স্যার আইজ্যাক নিউটন গ্যালিলিও আইনস্টাইন। প্রথমে আমাদের জানতে হবে বিজ্ঞান কি? বিজ্ঞানী কাকে কি? বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে মানুষ তার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণা করে কোন কিছু আবিষ্কার করে ওই আবিষ্কার হল বিজ্ঞান। বিজ্ঞানী শব্দের উৎপত্তি ১৮৩৩ সালে। এর নামকরণ করেন প্রখ্যাত ফিলোসফার উইলিয়াম প‍্যাবেল। জ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে ওই সৃষ্টি মানব কল্যাণের ব্যবহৃত হয় যে নতুন কিছু সৃষ্টি করল তাকে বলা হয় বিজ্ঞানী। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কে বিজ্ঞানের দিকে মনোবিষণ করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে নতুন নতুন আবিষ্কারের জন্য গবেষণাগার তৈরি করতে হবে। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে শরীয়তপুর সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর ২০২২ সকাল দশটার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইকবাল হোসেন অপু, জাতীয় সংসদ সদস্য শরীয়তপুর- ১ থাকার কথা ছিল কিন্তু তিনি তার প্রয়োজনীয় কাজের কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সদর শরীয়তপুর, ফারুক আহমেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, এডভোকেট. জাহাঙ্গীর হোসেন, সভাপতি শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ, মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শরিয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাকে সাফল্যমণ্ডিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শহিদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদস শরীয়তপুর। ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে বিজ্ঞানমেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের তরুণ শিক্ষার্থী তাদের জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করে সেই সৃষ্টি মেলায় প্রদর্শন হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞান মেলার আয়োজনে ছিল, উপজেলা প্রশাসন, শরীয়তপুর সদর। তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।


Side banner
Link copied!