• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে অসাধু সাংবাদিক নিত‍্য নতুন কমিটি তৈরি জন্য জেলা প্রেস ক্লাবের দাদারা দায়ী


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৬:১০ পিএম
শরীয়তপুরে অসাধু সাংবাদিক নিত‍্য নতুন কমিটি তৈরি জন্য জেলা প্রেস ক্লাবের দাদারা দায়ী
ছবি - সংগৃহীত

শরীয়তপুর জেলা প্রেসক্লাব যেন একটি আলাদিনের চেরাগ, ঘষা দিলেই ওই চেরাগ থেকে হিরে, জহরত, স্বর্ণ -রৌপ‍্য ইত্যাদি বের হয়ে আসে। শরীয়তপুর জেলা প্রেস ক্লাবটি দীর্ঘ বছর যাবত দখল করে আছে, জেলার তিন দাদা। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি, বাবু অনল কুমার দে, জেলা প্রেসক্লাব সভাপতি, সিনিয়র প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক জেলা প্রেসক্লাব, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধ, খলিলুর রহমান শেখ। তারা এই কমিটিকে বাপ দাদার পৈত্রিক সম্পত্তি মনে করে আপন সন্তানের চেয়েও বেশি, সোনার ডিম পাড়া হাঁস মনে করে আঁকড়ে ধরে আছে। আজ তাদের কারণেই সাংবাদিকের মধ্যে বিভিন্ন গ্রুপের সৃষ্টি হয়েছে এবং হয়েছে বিভিন্ন ভাগে বিভক্ত। সৃষ্টি হয়েছে নতুন নতুন কমিটি । শরীয়তপুর জেলার সাংবাদিকের অভিভাবক না থাকার কারণে এত ডভাগে বিভক্ত হয়েছে যে, পৃথিবীর আর কোন দেশে আছে কিনা সেটা আমার জানা নেই। আজ সাংবাদিকের ভিতরে নেই কোন ঐক্য নেই কোন শৃঙ্খলা। যে যার মত চলছে। জেলার সুশীল সমাজের গুণীজনেরা সাংবাদিকের কর্মকাণ্ডের কারণে তাদের গ্রুপকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছে যেমন, ঈগল গ্রুপ, বেজি গ্রুপ, কাকড়া বিছে গ্রুপ, পদ্ম গোখরা গ্রুপ, কচ্ছপ গ্রুপ, ব্ল্যাকমেল গ্রুপ, খাই খাই গ্রুপ ইত্যাদি। একটি কথা না বললেই নয় অর্থ আর স্বার্থের জন্য আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল ও যুবলীগের মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন গ্রুপ, ঠিক তেমনি জেলা সাংবাদিকের মধ্যে বিভিন্ন গ্রুপ এবং সৃষ্টি হয়েছে রেজিস্ট্রেশন বিহীন নিত্য নতুন সাংবাদিক কমিটি। আর এই সাংবাদিক কমিটিতে ঢুকে পড়ছে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, রিপোর্ট প্রতিবেদন লিখতে পারা, না লিখতে পারা, মোটরসাইকেল চালক, রিক্সা চালক, ভ্যানচালক, রাজমিস্ত্রি ইত্যাদি ইত্যাদি। শরীয়তপুর জেলার সাংবাদিকের এই অবস্থার জন্য দায়ী জেলা প্রেস ক্লাবের তিন দাদা। দীর্ঘ বছর যাবত জেলার প্রেস ক্লাবটি বোগদখল করে আছে তিন দাদা। কবে হবে মূল্যবান জেলা প্রেসক্লাব, কবে হবে জেলা প্রেসক্লাবের ভবন, কবে হবে সাংবাদিকের ভবিষ্যতের নিশ্চয়তা, কবে হবে সাংবাদিকের মধ্যে ঐক্য, কবে হবে সাংবাদিক এক সাংবাদিকের ভাই। কবে আসবে সাংবাদিকরা একই ছাতার ছায়াতলে। এটা আমার জেলা গুনিসাংবাদিকের কাছে প্রশ্ন?


Side banner
Link copied!