• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন


FavIcon
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) :
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:৫৬ পিএম
ফুলবাড়ীতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন
ছবি - সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রম (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ কর্মসূচির আওতায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হলরুমে আয়োজিত শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।  

প্রকল্প বাস্তবায়নকারি বেসরকারি সংস্থা প্রত্যাশা বাংলাদেশ এর জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহারের সঞ্চালনয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারী পরিচালক পারভেজ আখতার খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

এতে ৬৪ বিদ্যালয়ের ৬৪ জন শিক্ষক এবং ৫ জন সুপারভাইজার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। 
 


Side banner
Link copied!