সিরাজগঞ্জে শীতকালীন রবি সষ্য সরিষার চাহিদা পুরনে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২ নবেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮৩১০ জন কৃষকদের মাঝে প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিপাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, কৃষিবিদ একেএম মনজুরে মাওলা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন প্রমূখ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫/২৬ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা গম চিনাবাদাম সুর্যমুখী ( হাইব্রিড) শীতকালীন পেঁয়াজ মসুর খেসারী ও অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে সরিষা উৎপাদনে উদ্বুদ্ধ করণে এ বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রারণ অফিসার মো.সাঈদী রহমান ও মারুফা আক্তার।
আপনার মতামত লিখুন :