• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয় সহ দুটি স্থানে বোমা হামলা,এলাকায় আতংক


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:৫৬ পিএম
শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয় সহ দুটি স্থানে বোমা হামলা,এলাকায় আতংক

শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয়ে ও জজ কোটের ভি পি জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমা হামলা করেছে দুবৃর্ত্তরা। বোমা হামলায় আইনজীবি সমিতির দেয়াল ও আইনজীবির চেম্বারের সাটার ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে। এ ঘটনার প্রতিবাদে চিকন্দি আইনজীবি সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।   

এ ঘটনা ঘটেছে গতকাল রোববার রাত ১টার দিকে শরীয়তপুর জেরার সদর উপজেলার চিকন্দি সহকারী জজ (মোনসেফ)আদালতের আইনজীবি সমিতির কার্যালয় ও আইনজীবির চেম্বারে। 

জজ কোটের ভি পি জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনির ও চিকন্দি পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, চিকন্দি মোনসেফ আদালত সংলগ্ন চিকন্দি আইনজীবি সমিতির কার্য়ালয়ে এবং চিকন্দি বাজারে অবস্থিত জজ কোটের ভি পি, জিপি ও চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বাওে গতকাল রোববার দিবাগত রাত ১ টার দিকে কে বা কারা বোমা হামলা করে পালিয়ে যায়। এতে করে আইনজীবি সমিতির কার্য়ালয়ের ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমার বিস্ফোরনে সাটার ভেংগে দুমড়ে মুচড়ে যায়। গভীর রাতে বোমার বিকট শব্দে আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে। পড়ে খবর পেয়ে ঘটনা স্থল থেকে বোমার আলামত উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে চিকন্দি আইনজীবি সমিতির উদ্যোগে আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসুচী পালন করে। এতে আইনজীবি সহ তাদের সহকর্মীরা অংশ গ্রহন করে। মাবনবন্ধন শেষে বক্তব্য রাখেন, চিকন্দি আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যড. হেলাল উদ্দিন আকন্দ, চিকন্দি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মান্নান তালুকদার , এ্যাড, জাকির হোসেন তালুকদার প্রমুখ।

চিকন্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সজীব ফকির বলেন , আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসুচী কে কেন্দ্র করে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা করেছে। 

চিকন্দি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মান্নান তালুকদার বলেন ,রাতের অন্ধকারে আইনজীবি সমিতির কার্যালয়ে ও একজন আইনজীবির চেম্বারে বোমা হামলার ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক । যারা এ ধরনের অন্যায় কাজ করেছে তাদের কে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই। 

চিকন্দি পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সুজন সিকদার বলেন, গতকাল রোবার রাত ১ টার দিকে চিকন্দি আইনজীবি সমিতির কার্য়ালয় ও একজন আইনজীবির চেম্বারে বোমা হামলার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। সেখান থেকে বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!