• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

শরীয়তপুরের জাজিরায় একটি ট্রাকে অগ্নিসংযোগ, আটক,২


FavIcon
নুরুজ্জামান শেখ:
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:০৬ পিএম
শরীয়তপুরের জাজিরায় একটি ট্রাকে অগ্নিসংযোগ, আটক,২

বৃহস্পতিবার সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরায় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। এর আগে জাজিরার নাওডোবা এলাকায় একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে আধাঘণ্টার বেশি সময় ধরে ঢাকা- শরীয়তপুর যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে সটকে পড়েন দুষ্কৃতকারীরা। পরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেইজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এ সময় তারা নানা ¯েøাগান দিতে থাকে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!