• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল: ৫ দফা দাবি আদায়ে হুঁশিয়ারি


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:০৮ পিএম
শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল: ৫ দফা দাবি আদায়ে হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা 
মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলে শরীয়তপুর পৌরসভা ও সদর উপজেলার কর্মী-সমর্থকরা ব্যানার-ফেস্টুন হাতে যোগ দেন।

মিছিলে অংশগ্রহণকারীদের ঢল নামে সকাল থেকেই। শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে শৃঙ্খলাবদ্ধ মিছিল, স্লোগান ও পোস্টারের রঙিন উপস্থিতিতে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী। জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী তার বক্তব্যে দাবি করেন—নির্বাচনকে অর্থবহ করতে হলে প্রয়োজনীয় নির্বাচন সংস্কার জরুরি। তিনি বলেন, ভোটের মূল্যমান আজ প্রশ্নবিদ্ধ। নির্বাচনে প্রতিটি ভোট যেন প্রকৃত প্রার্থীর প্রতিনিধিত্ব করে, সেটাই আমাদের মূল দাবি।

আরো বক্তব্য রাখেন জামায়াত মনোনীত শরীয়তপুর-১ এর সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মোশারফ হোসেন মাসুদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গণভোট অপরিহার্য। সরকার যদি নির্বাচন ও গণভোট একই দিনে করতে চায়, তা হবে জনগণের অধিকারের ওপর ভূরি-ভূরি আঘাত। আমরা এমন প্রহসন মেনে নেব না।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কে এম মকবুল হোসাইন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথায় এসে শেষ হয়।অংশগ্রহণকারীদের মধ্যে ছিল তরুণ, প্রবীণ, শ্রমজীবী ও শিক্ষিত শ্রেণির সক্রিয় উপস্থিতি। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও মিছিল দেখার জন্য ভিড় করেন।

নেতৃবৃন্দ বলেন—এই বিক্ষোভ কেবল জেলার কর্মসূচি নয়; এটি সুষ্ঠু নির্বাচন, গণভোটের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির এক প্রতীক।

সমাবেশ শেষে নেতারা জানান— যদি সরকার দ্রুত ৫ দফা দাবি মানার উদ্যোগ না নেয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী অনিশ্চয়তার সময়ে শরীয়তপুরের এই বিক্ষোভ মিছিলকে স্থানীয় পর্যায়ে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!