নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানি, প্রতারণা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি অতীতে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধি পরিচয়ে এলাকায় সক্রিয় হন।
অভিযোগ রয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, মিথ্যা পরিচয়ে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন সময় ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িয়েছেন।
২০২২ সালে তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের হয়। মামলার বাদী ভুক্তভোগী একজন নারী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার প্রতারণা করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
এ ছাড়া স্থানীয় কয়েকজন কর্মকর্তা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন—তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়েছে, এবং দাবি পূরণ না করলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানায়, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :