• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জ( কাজিপুর- ১) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের শোভাযাত্রা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১১ এএম
সিরাজগঞ্জ( কাজিপুর- ১) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের শোভাযাত্রা

সিরাজগঞ্জ( কাজিপুর-১) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী সোনালী আক্তার মল্লিকা  ট্রাক মার্কার নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


মানুষের অধিকার বাস্তবায়নের প্রত্যয় নিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় সোনালী আক্তার মল্লিকা নিজ এলাকা সদর উপজেলের রতনকান্দি ইউনিয়নের চিলগাছা বাজার হতে এ শোভাযাত্রা শুরু হয়। 
শোভাযাটি চিলগাছা হতে কাজিপুরের আলমপুর চৌরাস্তা, মেঘাই বাজার, সোনামুখী, পিপুলবাড়িয়া বাজার হয়ে ছোনগাছা বাজেরে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

৫ আগষ্ঠের স্বৈরাচারী সরকার পতনের সাহসী নারী যোদ্ধা গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব বর্তমান প্রজন্মের অহংকার সিরাজগঞ্জের মানুষের আস্থাভাজন সোনালী আক্তার মল্লিকা ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন শোভা যাত্রায়।

গণঅধিকার পরিষদের মনোনিত এমপি প্রার্থী সোনালী আক্তার মল্লিকা শোভাযাত্রার পুর্বে সাংবাদিকদের এক সাক্ষাতকারে বলেন - আমি এলাকার মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য কাজ করে যাবো। ইতিপুর্বে কাজিপুরে কি হয়েছে এটা নিয়ে কথা বলতে চাইনা। আমরা সাধারন মানুষের পাশে থেকে কাজ করতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারবো। গরীবের ঘরে জন্ম নিয়েছি তাই গরীবের সুখ দু:খের কথা মাথায় সেবা করতে চাই। আমি দলমত নির্বিশেষে সকলের দ্বারে দ্বারে ঘুরেছি তাদের ভাল সারা পেয়ে মাঠে নেমেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ কাজিপুর -১,  আসনের বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। 
তিনি আরো বলেন - সিরাজগঞ্জ কাজিপুর - ১, আসনটি যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানকার মানুযের কষ্টের সীমা নাই। জনগণের পাশে থেকে  সেবামুলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চাই এই সকলের দোয়া কামনা করেছেন তিনি।

শোডাউনে অংশগ্রহণ করেন, গনঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শাহিন রেজা,কাজীপুর উপজেলা গনঅধিকার পরিষদের  সভাপতি আল আমিন বাবু, সদস্য সচিব হারুনর রশীদ হাবিবসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!