• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূমি জালিয়াতি : কৃষকলীগ নেতাসহ ৭ জনের নামে গ্রেফতারি পরোয়ানা


FavIcon
ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ০৯:২৬ পিএম
ভূমি জালিয়াতি : কৃষকলীগ নেতাসহ ৭ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহের ভালুকায় জালিয়াতি করে ভূমি রেজিস্ট্রির দায়ে এক নারী ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদকসহ সাতজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গতকার বুধবার ময়মনসিংহ সিনিয়র ৮ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট ইমাম হাসান তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।অভিযুক্তরা হলেন উপজেলার কাচিনা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য হাজেরা খাতুন, ভালুকা উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন জুয়েল, রফিকুল ইসলাম হিরা, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল করিম ও মোস্তফা। তাদের সবার বাড়ি উপজেলার কাচিনা ইউনিয়নে।মামলার বাদির কাগজপত্র থেকে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদিগড় মৌজার ৯ একর জমির পৈত্রিক সূত্রে মালিক হন আতাউর রহমান, শামসুল হক, মোতাহার হোসেন ও সমর আলী। আতাউর ও শামসুল ২০০৪ সালে মারা যান। উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন জুয়েল ও সংরক্ষিত আসনের নারী সদস্য হাজেরা খাতুনসহ আরো কয়েকজন মিলে মৃত ওই দু’জনসহ আরো চারজনের নামে ভুয়া ওয়ারিশনামা ও আইডি কার্ড তৈরি করেন। স্থানীয় নায়েবের মাধ্যমে তারা ৯ একর জমির কৌশলে ২১৬৮ ও ২১৬৯ নম্বরের দুটি নামজারী করেছিলেন। এরপর ভালুকার তৎকালীন সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম ওই সব কাগজপত্র দিয়ে ২০১৯ সালের ১৩ মে ঢাকার ম্যাক্স নাহার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান চৌধুরীর নামে ৯ একর জমির বন্দকী দলিল তৈরি করেন।ওই দলিল দু’টির শনাক্তকারী ছিলেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম। বিষয়টি কিছু দিন পর এক ইউপি সদস্যের মাধ্যমে জানতে পারেন জমির প্রকৃত মালিক হাফিজুল ইসলাম। এরপর তিনি একই বছরের ১৫ অক্টোবর ১২ জনকে আসামি করে জাল-জালিয়াতিসহ আরো কয়েকটি ধারায় মামলা দায়ের করেন।মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। পিবিআই তদন্তের পর ১২ জনের মধ্যে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।এ বিষয়ে বাদিপক্ষের আইনজীবী কবির হোসেন মণ্ডল জানান, পিবিআই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের পর সিনিয়র ৮ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট ইমাম হাসান সাতজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

 

 

 


Side banner
Link copied!