• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চালককে অজ্ঞান করে অটো চুরি চক্রের হোতা গ্রেপ্তার


FavIcon
ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৯:২০ পিএম
চালককে অজ্ঞান করে অটো চুরি চক্রের হোতা গ্রেপ্তার
চালককে অজ্ঞান করে অটো চুরি চক্রের হোতা গ্রেপ্তার

ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টেগেশন (পিবিআই)। তার নাম মো. আবদুল করিম ফজল বয়াতী (৩০)। বুধবার রাতে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।করিম ফজল বয়াতীর নেতৃত্বে চক্রটি চায়ের সঙ্গে বা খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।পিবিআই সূত্র জানায়, কয়েক মাস আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড়ে যাত্রীবেশে মুনসুর মিয়া নামের এক অটোরিকশা চালককে ভাড়া করে ছিনতাইকারী চক্রটি। পরে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চুরখাই বাজার এলাকায় চালককে জোর করে নামিয়ে দিয়ে অটোটি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানার একটি মামলা স্ব-উদ্যোগে তদন্ত শুরু করে পিবিআই। এক পর্যায়ে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে চক্রের সদস্য ফাহিম উদ্দিন রাকিবকে গ্রেপ্তার করে তারা।রাকিবের দেওয়া তার তথ্যমতে, নগরীর ওয়াপদা মোড়ের আশাদুলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এরপর গত ৯ ফেব্রুয়ারি চোরাই অটোরিকশা কেনাবেচা চক্রের অন্যতম সদস্য মোশারফ হোসেনকে ওয়াপদা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পিবিআই মামলাটি তদন্তে পুরো চক্রটিকে গ্রেপ্তারে নানাভাবে তথ্য সংগ্রহ শুরু করে। এরপর বুধবার রাতে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া থেকে চক্রের প্রধান মো. আবদুল করিম ফজল বয়াতীকে গ্রেফতার করা হয়।পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে পথিমধ্যে চা বা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে যেতো চক্রটি। ফজল বয়াতীকে গ্রেপ্তারে মধ্য দিয়ে চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করা গেল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানা ছাড়াও ঈশ্বরগঞ্জ থানায় মামলা রয়েছে।


Side banner
Link copied!