• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে হেফাজতের হামলায় ওসিসহ আহত ৩


FavIcon

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০৪:৩১ পিএম
বাগেরহাটে হেফাজতের হামলায় ওসিসহ আহত ৩
বাগেরহাটে হেফাজতের হামলায় ওসিসহ আহত ৩

বাগেরহাটের মোল্লাহাটে ফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থকদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেনসোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই ঘটনা ঘটে।এদিন নাশকতার মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করার প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে তার সমর্থকরা মিছিল করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপর হেফাজতের কর্মী–সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনা আহত পুলিশ সদস্যরা হলেন- মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল মোড়ে জড়ো হন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে জড়ো হওয়ার কারণ জানতে চায়। পুলিশ তাদের সরিয়ে দেয়। তখন তাঁরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ।মুঠোফোনে তিনি গণমাধ্যমকে বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলায় ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।এর আগে গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া পুলিশের (ডিএমপি) মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগ।এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি মামলা আছে। সেগুলো পরে সমন্বয় করা হবে। সোমবার মামুনুল হককে আদালতে তোলা হবে।


Side banner
Link copied!