• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ


FavIcon
মোঃ রহমত আলী. হবিগঞ্জ :
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ১০:৪০ এএম
বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ
বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বামজোটের বিক্ষোভ

শ্রমজীবী গরীব মানুষের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা প্রদান, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে স্বল্পমূল্যে রেশনের আওতায় আনা, দেশের সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন, হাসপাতালে কেন্দ্রীয় হাই পো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, প্রতিদিন এক লক্ষ করোনা টেস্ট ও বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় আরডি হলের সম্মুখে দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবতর্ীর সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি প্রনব কুমার দেব। উপস্থিত থেকে কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করেন- গণজাগরণ মঞ্চের নেতা হুমায়ুন খান, সিপিবি নেতা রনজিত সরকার, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, অটো রিক্সা শ্রমিক নেতা সামছুর রহমান, নারায়ন রবি দাস, শংকর শুক্লবৈদ্য, ছাত্র ইউনিয়ন নেতা লুৎফুন্নাহার মিলি ও ইমদাদ মোহাম্মদ, ছাত্রফ্রন্ট নেতা জাহেদ হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- দেশের শ্রমজীবী মানুষের পাশে সরকার নেই। ধনিক শ্রেণীর স্বার্থরক্ষায় সরকার শ্রমিক হত্যা করে। মহামারীর সময়ে দেশ এক কঠিন সময় পাড় করছে। আওয়ামী স্বৈরাচারীর বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হচ্ছে। মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে না। সর্বদাই শোষণ নির্যাতন শ্রমিকদের সাথেই হচ্ছে। তাই সকল পেশার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে শ্রমিকের রাজত্ব কায়েম করতে হবে। তা না হলে শ্রমিক মুক্তি পাবে না।    


Side banner
Link copied!