• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে পুলিশ সুপার উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে ঘর প্রদান


FavIcon
মোঃ রহমত আলী (হবিগঞ্জ প্রতিনিধি) :
প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৬:৫৮ পিএম
হবিগঞ্জে পুলিশ সুপার উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে ঘর প্রদান
হবিগঞ্জে পুলিশ সুপার উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে ঘর প্রদান

হবিগঞ্জ মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (পিপিএম) উদ্যোগে প্রতিবন্ধী পরিবার কে পাকা ঘর প্রদান করলেন।স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার দুপুরে এই পরিবারের হাতে তাদের ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।পুলিশ সূত্রে জানাযায়, জেলার নিজামপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইংরাজ ও সাবাজ এবং তাদের বৃদ্ধ  মা অসহায় জীবন যাপন করে আসছিলেন।স্থানীয় প্রতিনিধি ও  সমাজের কেউ তাদের খোঁজ রাখেন না।তাদের নিয়ে অনেকে হাসি মস্করা করত।হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নজরে অাসলে তিনি পুলিশ  সদস্যদের পক্ষ থেকে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেন তিনি।এ  সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সংবাদ কর্মীরা।এ সময় স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খাতা মাস্ক বিতরণ করেন।


Side banner
Link copied!