• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাতকে লকডাউনের অযুহাতে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়


FavIcon
মীর মোঃ আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ):
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৮:২৬ পিএম
ছাতকে লকডাউনের অযুহাতে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়

সুনামগঞ্জের ছাতকে চলমান লকডাউনের অযুহাতে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের সাথে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে সিএনজি চালিত অটোরিক্সা ফোরস্ট্রোকের চালকরা। লকডাউনে সাধারণ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও এখানে চলছে যাত্রী পরিবহন। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই আছে। এতে অমান্য করা হচ্ছে আইন ও স্বাস্থ্য বিধি।  করোনা সংক্রমণের মূল সংক্রমণটাই এই যাত্রী পরিবহনের মাধ্যমে হচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ। স্থানীয় বেশ কয়েকজন সিএনজি যাত্রী জানান, গোবিন্দগঞ্জ থেকে ছাতকের নিয়মিত ভাড়া ৩০টাকার স্থলে লকডাউনের অযুহাতে আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০টাকা। স্বাস্থ্য বিধি না মেনেই যাত্রীবাহী যান চলাচল করছে।  এই সময়ে অতিরিক্ত যাত্রী ও পরিবহন করা হচ্ছে। একইভাবে  উপজেলার সব এলাকায় যাত্রীদের প্রায় জিম্মি করে ডাবল ভাড়া আদায় করা করছে চালকরা। এনিয়ে যাত্রী ও চালকদের হাতাহাতির ঘটনা ঘটছে। স্বাস্থ্য বিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ৬০% ভাড়া অতিরিক্ত নিয়ে অর্ধেক যাত্রী পরিবহন করলে কোনো সমস্যা নেই। কিন্তু অতরিক্তি ভাড়া দিয়েও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন রীতিমতো নৈরাজ্য। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, লকডাউনে সাধারণ যাত্রী পরিবহনের কোনো নির্দেশনা নেই। এসবের  বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে।


Side banner
Link copied!