• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৮:১১ পিএম
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে সারাদেশের ন্যায় – “বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ (২৮আগস্ট — ৩সেপ্টেম্বর) যথাযথ পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন দৈনিক জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।
 উপজেলা মৎস অফিস কর্তৃক আয়োজিত মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার বেলা ১০ঃ৩০ টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিযদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বাগেরহাট জেলা পরিযদ সদস্য, আফরোজা আক্তার লিনা,উপজেলা পরিযদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আবদুল্লাহ আল মোদাস্বের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর নান্না শেখ,আজিজুর রহমান মিলন,মৎস্যজীবী মনসুর আহমেদ, আলামিন সহ মোরেলগনঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় তার লিখিত বক্তব্যে জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। ইতিমধ্যে এ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার এর মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে । মতবিনিময় সভায় বিনয় কুমার রায় আরও জানান, সাংবাদিকদের মতবিনিময়ের সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সঠিক মৎস্যজীবীদের তালিকা প্রণয়ন করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ পরামর্শ প্রদান,মাছের পোনা অবমুক্ত করা, চাষির পুকুরের পানি ও মাটি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার জন্য সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


Side banner
Link copied!