• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৪:১১ পিএম
মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন
ছবি: মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ফলাফল

বাগেরহাটের  মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়ননে সোমবার (২০ সেপ্টেম্বর )  শান্তিপূর্ণভাবে নির্বাচন  সম্পন্ন হয়েছে ।  এ নির্বাচনে কোথাও  কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এ ইউপি নির্বাচনে  চেয়ারম্যান  পদে  ১২ টিতে আওয়ামী লীগ  মনোনীত নৌকা প্রতিকের  প্রার্থী এবং ২ টিতে আওয়ামী লীগের  বিদ্রোহী  স্বতন্ত্র  প্রার্থী  বিজয়ী হয়েছেন। 
মোরেলগঞ্জে ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে   ফলাফল : ১ নং তেলিগাতী  ইউনিয়নে বিজয়ী  হয়েছেন  বর্তমান চেয়ারম্যান নৌকা  প্রতিকের  মোর্শেদা আক্তার (৩৫২৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আনারস প্রতিকের খান নজরুল ইসলাম (২০৬৩),  ২ নং পঞ্চকরণে নৌকা প্রতিকের  বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রাজ্জাক মজুমদার (৭৬২০) বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মটরসাইকেল  প্রতিকের মোঃ জাহিদুল ইসলাম বাবুল(১৪৫৯) , ৩ নং পুটিখালীতে  বিজয়ী নৌকা প্রতিকের আব্দুর রাজ্জাক শেখ(৫৭৯৭) তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতিকের মোঃ মাহাবুবুর রহমান শিকদার ( ২৫০৯), ৪ নং দৈবজ্ঞহাটীতে বিজয়ী নৌকা প্রতিকের  মোঃ শামসুর রহমান মল্লিক(৮২৩৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মোঃ শহীদুল  ইসলাম ফকির ( ৬৬০), ৫ নং রামচন্দ্রপুরে বিজয়ী নৌকা প্রতিকের মোঃ আব্দুল আলীম হাওলাদার (৭৬৮০) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আনারস প্রতিকের হুমায়ূন কবীর(১৩১৪),  ৬ নং চিংড়াখালীতে বিজয়ী নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান  আলী আক্কাস বুলু (৩৩৪৮) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতিকের মোঃ হুমায়ুন কবির হাওলাদার (৩২৫৪),৭ নং হোগলাপাশায়  বিজয়ী আওয়ামী লীগের  বিদ্রোহী ঘোড়া প্রতিকের  প্রার্থী  শেখ ফরিদুল ইসলাম (৪০৯০) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিকের মনিশংকর হালদার (২৭২২) ,  ৮ নং বনগ্রামে বিজয়ী বর্তমান চেয়ারম্যান  নৌকা প্রতিকের  রিপন  চন্দ্র  দাস (৩৫৪৯) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আনারস প্রতিকের  আঃ জব্বার মোল্লা( ৩২৪৮), ৯ নং বলইবুনিয়ায় বিজয়ী নৌকা প্রতিকের বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান  আলী খান(৩০১৭) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মটর সাইকেলের মোঃ কবির হোসেন শেখ  (২৬৯৮),  ১০ নং হোগলাবুনিয়ায় বিজয়ী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের  বীর মুক্তিযোদ্ধা  আকরামুজ্জামান(৫৪৫১) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের  বিদ্রোহী  আনারস প্রতিকের মোঃ শামীম আহসান পলাশ (৪৭৫৫),  ১১ নং বহরবুনিয়ায়  বিজয়ী বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের  টিএম রিপন ( ৩৯২৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী  মোটরসাইকেলের তালুকদার মোস্তাফিজুর রহমান (৩৫৭৭) , ১২ নং জিউধরায় বিজয়ী  বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের  মোঃ জাহাঙ্গীর  আলম  বাদশা (৪৮৫২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী  চশমা প্রতিকের  মিজানুর রহমান (৩৯৫৫) এবং ১৪ নং বারইখালীতে  বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী  আউয়াল  খান মহারাজ (৪৯৬৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের  নৌকা প্রতিকের মোঃ শফিকুর রহমান (৪৫৫৩)  এবং  ১৫ নং মোরেলগঞ্জ সদরে  বিজয়ী নৌকা প্রতিকের মোঃ হুমায়ুন কবির মোল্লা (৫৮৯৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মটর সাইকেলের মোঃ জহিরুল ইসলাম  মধু (৭৪৩) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ১৬ টি ইউনিয়ননের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে  সীমানা নির্ধারণ  সংক্রান্ত মামলায় ওই ইউনিয়নে নির্বাচন না হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নৌকা প্রতিকের  সাইফুল ইসলাম  নির্বাচিত হয়েছেন।  
এদিকে ১৬ নং খাউলিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়েরের মৃত্যুজনিত কারণে  নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
 


Side banner
Link copied!