• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭২ পূজামন্ডপে সরকারি ও ব্যক্তিগত অর্থ অনুদান প্রদান করলেন এমপি মিলন


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৬:৩৭ পিএম
৭২ পূজামন্ডপে সরকারি ও ব্যক্তিগত অর্থ অনুদান প্রদান করলেন এমপি মিলন
৭২ পূজামন্ডপে সরকারি ও ব্যক্তিগত অর্থ অনুদান প্রদান করলেন এমপি মিলন

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৭২টি পূজা মন্ডপে সরকারি ও ব্যক্তিগতভাবে নগদ অর্থ অনুদান  প্রদান করেন বাগেরহাট - ৪ - আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট  আমিরুল আলম মিলন।

শনিবার দুপুরে দিকে মোরেলগঞ্জ বাজার বাস বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  মিলনায়তণে  দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি বরাদ্দকৃত  চাল (জিআর) অনুদান প্রদান করা হয়েছে।  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট - ৪- আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট  আমিরুল আলম মিলন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, খুলনা সিটি কর্পোরেশনের (অবসরপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ ঘরাই, অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার, মোরেলগঞ্জ পল্লীবিদ্যুৎ ডিজিএম মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান, সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, দৈবজ্ঞহাটী ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান শামছুর রহমান মল্লিকসহ স্থানীয় সুধীজন। 
মোরেলগনঞ্জ উপজেলা ও পৌরসভাসহ ৭২টি পুজামন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারিভাবে বরাদ্দকৃত প্রত্যেক মন্ডপে ৫শ’ কেজি চালের বরাদ্দপত্র ( ডি ও) এবং স্থানীয়  এমপির  ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই হাজার টাকার অনুদানসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।


Side banner
Link copied!