• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০৭:৫২ পিএম
হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা

প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা। এ উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা প্রাণি সম্পদ বৃহস্পতিবার  শহরের মাছুলিয়া সরকারি প্রাথমিক৷ বিদ্যালয় মাঠে দিন ব্যপী উক্ত মেলা ও এক আলোচনা সভার আয়োজন করে। হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির মেলার  আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৩০ টি স্টল নিয়ে জেলার ৯টি উপজেলা থেকে দুগ্ধখামারী,  পোল্ট্রি খামারী, বিভিন্ন পশু পাখির খামার মালিকগণ, গাভী প্রজনন প্রতিষ্টান ও প্রাণির স্বাস্থ্য সেবার সরকারি বেসরকারি প্রতিষ্টান মেলায় অংশ নেন। 
জেলা প্রশাসক মোছাম্মৎ জিলুফা সুলতানার সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতা করেন সংসদ সদস্য এডভোকেট  মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যন মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। সভায় সফল খামারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
 


Side banner
Link copied!