• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০২৪ সালের মধ্যে বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:১৩ পিএম
২০২৪ সালের মধ্যে বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি
ছবি: বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়ি তৈরি হবে। এর ফলে দেশেই তুলনামূলক কমমূল্যে পাওয়া যাবে বিদেশি ব্র্যান্ডের গাড়ি। এজন্য হুন্দাই এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে বাংলাদেশে হুন্দাই যাত্রীবাহী যানবাহন উৎপাদন কারখানা গড়ে তুলছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা স্থাপন করা হবে।রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও হুন্দাই ব্যান্ডের ‌‘থ্রিএস সার্ভিস সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কিউন, বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারমান ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছেন। ফলে এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ ক্রয়ের সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকরা।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে চলছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের নিজস্ব কারখানা তৈরির কাজ। যেখানে ২০২২ সালের মধ্যে বাংলাদেশেই উৎপাদিত হবে হুন্দাই ব্র্যান্ডের গাড়ি। এছাড়া পরবর্তী দুই বছরে ওই কারখানায় বেশিরভাগ যন্ত্রাংশ উৎপাদন হবে। ফলে ক্রমান্বয়ে আগের চেয়ে কম মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে যাবে হুন্দাইয়ের গাড়ি।


Side banner
Link copied!