• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ১২০০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে এডিবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:০৬ পিএম
বাংলাদেশকে ১২০০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে এডিবি
বাংলাদেশকে ১২০০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে এডিবি

মহামারির ক্ষতি কাটিয়ে ওঠাসহ বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, সবুজ শিল্পায়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১ হাজার ২০০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে।আগামী ৫ বছরে (২০২১-২০২৫) পর্যায়ক্রমে এই সহায়তা পাবে বাংলাদেশমঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তর থেকে নতুন এই কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ঘোষণা করা হয়।এডিবি বলেছে, এই সহায়তার মাধ্যমে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হবে। এর ফলে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করবে। পাশাপাশি মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে আর্থ-সামাজিক খাতকে সহায়তা করবে।


Side banner
Link copied!