• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা মাহমারিতেও দেশে খাদ্য উৎপাদনে রেকর্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৬:১৭ পিএম
করোনা মাহমারিতেও দেশে খাদ্য উৎপাদনে রেকর্ড
করোনা মাহমারিতেও দেশে খাদ্য উৎপাদনে রেকর্ড

খাদ্য উৎপাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তের ফলে করোনা মহামারি ও প্রাকৃতিক নানা দুর্যোগের মধ্যেও দেশে খাদ্য উৎপাদন রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

উৎপাদনের ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ বোরো উৎপাদন হয়েছে, যার পরিমাণ ২ কোটি ৮ লাখ টন। এছাড়া অন্যান্য ফসলের উৎপাদনও বেড়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, বিএআরসি কনফারেন্স ভবনে বিশ্ব খাদ্য দিবস- ২০২১ বাস্তবায়ন বিষয়ে পূর্ব সংবাদ সম্মেলনে এসব বলেন মন্ত্রী।
 
কৃষি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দেশে পেঁয়াজ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতায় এক বছরেই কৃষি মন্ত্রণালয় ৭ লাখ টন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করেছে। এ বছর মোট পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৩ লাখ টন। তবে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে হবে বলে মনে করেন তিনি।
 
বর্তমানে বিশ্ব খাদ্য যোগান ও সরবরাহে এক কঠিন সময় পার করছে। কারণ হিসেবে কৃষি মন্ত্রী বলেন, কৃষি জমির পরিমাণ ও উৎপাদন হ্রাস, চাষের প্রতি মানুষের অনীহা, পেশা পরিবর্তন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের অভাব, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয়সহ নানা কারণ এর পেছনে রয়েছে। এজন্য কৃষির টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।
 তিনি বলেন, শুধু খাদ্য উৎপাদন করলে চলবে না। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।
 
গণমাধ্যমের প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, চালের দামটা বেশি হলেও দেশে অস্থিরতা নেই। কৃষিপণ্যের সঠিক দাম কৃষক পর্যায়ে না পাওয়ার কারণ হিসেবে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দায়ি করেন তিনি। এছাড়া সম্প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়াকে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পরিকল্পিত সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে দুই থেকে তিন মাসের মধ্যে উৎপাদন বৃদ্ধি পেলে আবারো সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন তিনি।
 
অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছর সব দপ্তরকে সঠিকভাবে তথ্য ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে এফএও প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল ও মাহবুবুর রহমান, বিএআরসি চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!