• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দ.কোরিয়া


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৭:০৯ পিএম
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দ.কোরিয়া
ছবি: প্রতীক

বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এ ঋণ দেওয়া হচ্ছে।

সোমবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির ধাক্কা মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে কোরিয়া ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) বাংলাদেশের আর্থ সামাজিক খাত উন্নয়নে স্বল্প সুদে এ অর্থ ঋণ সহায়তা দেবে।এতে আরও জানানো হয়, ১০০ মিলিয়ন মার্কিন ডলারের এ ঋণ পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমকে এগিয়ে নিতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উন্নতিতে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।


Side banner
Link copied!