• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু : তুমি বাংলাদেশ


FavIcon

প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধু : তুমি বাংলাদেশ

কেউ বলে বঙ্গবন্ধু, জাতির পিতা।
কেউ বলে রাখাল রাজা,মানবতার ফেরিওয়ালা।
কেউ বলে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।
কেউ বলে রাজনীতির কবি।
আমি বলি তুমি বাংলাদেশ।

তোমাকে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব।
দেশে দেশে আজ তুমি অনুদিত।
যতদিন দেহে ছিল প্রাণ, করে গেছ সংগ্রাম।
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেয়েছ তুমি জয় বাংলার গান।
অনন্য তোমার রণকৌশল।

তুমি মানবিক ও সর্বজনীন। 
তুমি সাম্য, স্বাধীনতা ও মুক্তি।
তুমি লাখো কোটি জনতার স্বপ্ন।
তুমি স্বাধীনতার অমূল্য দলিল।
যাদের জন্য গড়লে স্বাধীন বাংলাদেশ  
তারাই তোমারে করিল নিঃশেষ।


Side banner
Link copied!