• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান


FavIcon
মাহামুদ খান সুমন :
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:৪০ এএম
শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর, দেশের স্কুল-কলেজে শুরু ক্লাশ। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত জানানোর পর ঢাকাসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতি শুরু হয়। সরকারের নির্দেশনা মোতাবেক রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।নির্দেশনায় আরো বলা হয়, শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে একজনের বেশি বসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। একই দিনে একই সময়ে সর্বোচ্চ দুটি শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার ব্যবস্থা রেখে টিফিন বিরতি ছাড়া শ্রেণি কার্যক্রম চলবে। সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে শ্রেণি কার্যক্রম শেষ করতে হবে বলেও ১৬ দফা নির্দেশনায় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।সারাদেশে আজ চালু হয়েছে স্কুল-কলেজের কার্যক্রম।সকাল থেকেই শিক্ষার্থীরাও স্কুলে যাওয়া শুরু করে। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থী-অভিভাবকরা। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্কুলগুলোর কর্তৃপক্ষ। শিক্ষকরা জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় মাস্ক পরিধান ও ভালো করে হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করতে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি মনিটরিং টিম গঠন করেও পর্যবেক্ষণ করা হচ্ছে।  দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ায় দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়।


Side banner
Link copied!