• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি মাসে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী


FavIcon
আলোকিত নিউজ ডেস্ক :
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৫:২৭ পিএম
চলতি মাসে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি মাসে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আশা প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে এ কথা জানান।আনোয়ারুল ইসলাম বলেন, আজ মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে, এর ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্তে চলে, তাই এই মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন মন্ত্রী।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে যেসব পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতির অবনতি না ঘটলে তা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, করোনাইয় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এছাড়া কয়েকটি মেডিকেল কলেজ ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও খুলেছে।


Side banner
Link copied!