• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফ্রিকান সঙ্গীত পরিচালক তৈরি করলেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১০:২৫ এএম
আফ্রিকান সঙ্গীত পরিচালক তৈরি করলেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স
আফ্রিকান সঙ্গীত পরিচালক তৈরি করলেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স

বাংলার কাঁচা বাদাম এবার পৌঁছে গেলো দক্ষিণ আফ্রিকায়। শুধু গেলোই না, সেদেশেও রীতিমতো ভাইরাল হলেন বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকর।

জনপ্রিয় আফ্রিকান সঙ্গীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করলেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স। বাংলার এই ভাইরাল গানে ঢুকে পড়লো পাশ্চাত্য গানের সুর। এই ফিউশনই এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
ইনস্টাগ্রামে কাঁচা বাদাম গানের রিমিক্স পোস্ট করে ডেভিড লিখেছেন, ‘ভুবন বাদ্যকরের গানকে রিমিক্স করতে পেরে আমি খুব গর্বিতবোধ করছি। এই কাজটি ব্যক্তিগতভাবে আমার পছন্দের।’

তিনি আরও লেখেন, ‘আমি বাংলার গ্রামের এই বাদামবিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরকে বিশ্বমঞ্চে দেখতে চাই। ভুবনকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চাই। শুধু তাই নয়, এই ভিডিও থেকে যা উপার্জন হবে, তার ভাগও ভুবনকে দিতে চাই।’পেটের তাগিদে বাদাম বেচতে হলেও তিনি গান ভালোবাসেন। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়েও তিনি তার শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। গান রচনা করেছিলেন। কথা ও সুর দিয়ে সেই গান নিজেই গেয়েছিলেন। সেই এক গানেই তিনি হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।তবে জনপ্রিয়তার জন্য বাড়তি কোনো লাভ এখনো পাননি তিনি। পরিবর্তে তার আয় কার্যত বন্ধ হতে বসেছে। তিনি জানান, ‘আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি।’


ভুবন বলেন, ‘একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলোই না। সবাই বললো কাকু আপনি তো ভাইরাল হয়ে গেছেন, গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকার ডেভিডের কথা এখনো ভুবনের কানে উঠেছে কি না, তা জানা নেই। তবে ডেভিডের প্রতিশ্রুতিতে যে ভুবন কিছুটা নিশ্চিন্ত হবেন, তা কিন্তু বলাই যায়।


Side banner
Link copied!