• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৬


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৬:৩৩ পিএম
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৬
ছবি - সংগৃহীত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৭ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬৭০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


Side banner
Link copied!