• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেশি সংক্রমিত এলাকায় প্রয়োজনে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক :
প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৮:১৪ পিএম
বেশি সংক্রমিত এলাকায় প্রয়োজনে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
বেশি সংক্রমিত এলাকায় প্রয়োজনে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিনোদন পার্কসহ জনসমাগম বেশি হয় সেইসব স্থান বন্ধ করে দেয়াসহ আংশিক লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বেশি সংক্রমিত এলাকায় প্রয়োজনে আংশিক লকডাউন দিতে পরামর্শ দিয়েছি। যা দ্রুত কার্যকর হতে পারে।সোমবার (২৯ মার্চ) রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশ উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াজ মাহফিল, বিয়ে ও রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করার প্রস্তাব দিয়েছি। হোম অফিসের পরামর্শ দেয়া হয়েছে।তিনি আরও বলেন, মাস্ক পরাতে কড়াকড়ি করতে বলা হয়েছে। বেশি সংক্রমিত এলাকায় আংশিক লকডাউন দিতে পরামর্শ দিয়েছি। দুই থেকে এক দিনের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত সরকারিভাবে এসে যাবে।


Side banner
Link copied!