• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৯:১৮ পিএম
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
ছবি: সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছে চীন। সোমবার তাইওয়ানের প্রতিরক্ষায় পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানের ওপর চীনের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে চীন। তারা এরই মধ্যে এই দ্বীপরাষ্ট্রকে নিজেদের বলে দাবি করেছে। তা দখল করে নিতে হলে শক্তি প্রয়োগের কথাও বলেছে চীন। তার প্রেক্ষিতে জো বাইডেন জাপান সফরে গিয়ে তাইওয়ানকে সমর্থন দেন। সামরিক শক্তি নিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেন। এরপরই চীনের স্টেট কাউন্সিলরের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস ওই মন্তব্য করেছে। ওই অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ান কার্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তারা নিজেরাই এতে জ্বলেপুড়ে যাবে
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দুই দেশের মধ্যে এর আগে যেসব প্রিন্সিপ্যাল বা মূলনীতি প্রতিষ্ঠিত হয়েছে তা লঙ্ঘন হয় এমন কিছু করা বা পদক্ষেপ, বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ঝু ফেংলিয়ান।  


Side banner
Link copied!