• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৩:১২ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার।
প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকিতে জরুরি অবস্থা জারি করেছেন। 
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বন্যায় ভেসে গেছে স্থানীয়দের ঘরবাড়ি। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, মৃত্য ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড এবং পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের প্রকাশ করা একাধিক ভিডিও থেকে দেখা গেছে—বন্যার তীব্রতা এত বেশি যে, কোথাও কোথাও বন্যা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তাগুলোতে এত বেশি পানি জমেছে যেন তা নদীতে পরিণত হয়েছে।
হেলিকপ্টারে করে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে অর্ধশতাধিক টিম। পাশাপাশি নৌকায় করেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
রাজ্যটির ২৩ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় আছে। তাদের পানির লাইনও ডুবে গেছে।
অবস্থায় রোববার থেকে আবারও টানা বৃষ্টি ও ঝড়ের পূর্বভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। 


Side banner
Link copied!