• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৮:২০ পিএম
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে নিখোঁজ হওয়া সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা ছয় সেনা সদস্যই প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দেশটির আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাকে নিয়ে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয় স্থানীয় সময় সোমবার। বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে ওই হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

এর আগে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার কর্মকর্তাদের নিয়ে দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের লাসবেলা শহরে ত্রাণ অভিযান চালানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ওই হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই হেলিকপ্টারটি ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে ওই হেলিকপ্টারটি ট্রেস করাও সম্ভব হয়নি। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শত শত বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। দেশটিতে বর্ষা শুরু হওয়ার পর এখন পর্যন্ত হওয়া নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২০ ছাড়িয়ে গেছে।


Side banner
Link copied!