• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একদিনে ৬০০ রুশ সেনা নিহত : দাবি ইউক্রেনের


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ১২:৪৪ পিএম
একদিনে ৬০০ রুশ সেনা নিহত : দাবি ইউক্রেনের
ছবি - সংগৃহীত

একদিনে ৬০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়া এই সময়ে ১২টি ড্রোন, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, দুটি হেলিকপ্টার এবং আটটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এমন তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম।
ইউক্রেনের দাবি, ২৪ ফেব্রয়ারিতে আক্রমণের পর থেকে এখন পর্যন্ত ৭৫ হাজার ৪৪০ সেনা হারিয়েছে রাশিয়া। 
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনের বাহিনী২,৭৫৮টি ট্যাঙ্ক, ৫,৬০১ সাঁজোয়া যুদ্ধ যান, ১,৭৭৬ আর্টিলারি সিস্টেম, ৩৯১ এমএল আর সিস্টেম, ২০২ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। 
এছাড়াও রাশিয়ার ২৭৭টি যুদ্ধবিমান, ২৬০ হেলিকপ্টার, ১,৪৬২ অপারেশনাল-কৌশলগত স্তরের ইউএভি (ড্রোন), ৩৯৯ ক্রুজ মিসাইল, ১৬টি যুদ্ধজাহাজ/কাটার, ৪,১৮৪ ট্রাক এবং জ্বালানি ট্যাঙ্কার এবং ১৫টি বিশেষ সরঞ্জাম ইউনিট ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
তবে ইউক্রেনের এমন দাবি বরাবরই অস্বীকার করে এসেছে রাশিয়া। ফেব্রুয়ারির পর দুই বার তারা ইউক্রেনে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেছে। সেখানে তাদের সেনা নিহত ও ক্ষয়ক্ষতি ইউক্রেনের দাবির চেয়ে অনেক কম বলে উল্লেখ করেছে।


Side banner
Link copied!