ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর সোমবার থেকে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভূমিধসের পর কাদায় চাপা পড়া একটি মিনিবাসে আটকে পড়া যাত্রীদের সন্ধান করছে তারা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে চারটি ভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি রয়টার্সকে জানিয়েছেন, গতকাল বুধবার ডেলি সেরদাং-এর একটি গ্রামে ভূমিধসে সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, উদ্ধারকারীরা এর আগে পাহাড়ি এলাকায় রাস্তায় মাটি ধসে আটকা পড়া মিনিবাস এবং অন্যান্য যানবাহনে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখনও স্পষ্ট নয়। অন্যান্য জায়গায় উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে ২০ জনকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন।
এ ছাড়া তারা ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিষ্কার শুরু করেছে। ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাত প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যার সৃষ্টি করেছে, কিছু ভোটকেন্দ্রে একটি আঞ্চলিক নির্বাচনের জন্য ভোট বিলম্বিত করেছে।
আপনার মতামত লিখুন :