• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অবৈধ অভিবাসী আটক


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৬:০৯ পিএম
মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (৬ জুন) রাত ১১টার দিকে মালয়েশিয়ার সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করে দেশটির পুলিশ।মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, এই অভিযানে মোট ২০২ জনকে আটক করা হয়। চার থেকে ৫০ বছর বয়সী এসব অভিবাসীর কাগজপত্র খতিয়ে দেখার পর ১৫৬ জন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৬২ জন, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছে। এদের মধ্যে ১২ জন নারী ও ২ জন শিশু।তিনি আরও জানান, বৈধ কাগজপত্র না থাকায় এই ১৫৬ জনকে সোমবার পুত্রজায়ার অভিবাসী আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ-শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিলো না।মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বসতিতে বিদ্যুৎ ও পানির অবৈধ সরবরাহ নেওয়া হয়েছিলো। তিন মাস ধরে তথ্য সংগ্রহের পর পুলিশ ও জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের সহযোগিতায় এসব অভিবাসীকে আটক করা হয়।


Side banner
Link copied!