• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৪:২২ পিএম
প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর দেওয়া পোস্ট আপিল বিভাগের নজরে এনেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল।অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘মাই লর্ড, একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই। একজন আইনজীবী প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।’এরপর ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক পোস্ট পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল।
আদালত আগামী ৮ আগস্ট ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছেন।
 


Side banner
Link copied!