• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে প্রশিক্ষণ একাডেমির ৭০০ একর জমি বরাদ্দ স্থগিত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৯:১২ পিএম
কক্সবাজারে প্রশিক্ষণ একাডেমির ৭০০ একর জমি বরাদ্দ স্থগিত
কক্সবাজারে প্রশিক্ষণ একাডেমির ৭০০ একর জমি বরাদ্দ স্থগিত

কক্সবাজারের ঝিলংজায় সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করতে ‘রক্ষিত বনভূমির’ ৭০০ একর জায়গা বরাদ্দ দেওয়া তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (১১ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেয়া হয়।
আদালতে আবেদনটি করেন আইনজীবী শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। তিনি বলেন, ৫ সেপ্টেম্বর একটি দৈনিকে ‘৭০০ একর বনভূমি প্রশাসন একাডেমির জন্য বরাদ্দ’ শীর্ষক প্রতিবেদন আদালতের নজরে আনি। আদালত তখন রিট করতে বলেন। এরপর প্রতিবেদন যুক্ত করে রিট করি। ওই রিটের শুনানি নিয়ে সোমবার আদালত রুল জারি করেছেন। রুলে ওই বরাদ্দের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  ভূমি সচিব ও জনপ্রশাসন সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে তিন মাসের জন্য ওই বরাদ্দ স্থগিত করেছেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।


Side banner
Link copied!