• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কে তুমি ?


FavIcon
এস. এম. সোহাগ:
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০, ০৭:৪৪ পিএম
কে তুমি ?

             কে তুমি ?
ভেঙ্গে চুড়মার করেছো এমন-
এক পলকের দেখায়,
সে দিনের পর কতখোঁজা-খুজী-
জানিনা হাড়িয়েছো কোথায়!
কে তুমি ?

না’জানি নাম, না’জা নিধাম-
না’জানি কোথায় তোমার বাস,
করি আসফাস, রুগ্ধকরেশ্বাস-
ভাবিতুমি কল্পনার ত্রাশ।
কে তুমি ?

দুটি কলো চোখে এত যাদু থাকে-
ভাবিনি তো আগে কোন দিন,
জনমজনম ধরে,ঐ দুচোখের তরে-
হয়ে আছি যানি কতঋণ।
তে তুমি ?

তোমার লাল ঠোটে, হাশি যদি ফোটে-
যেন চারটি গোলাপের পাতা,
ফাঁক থেকে তার,একটু আধার-
যেন দুসাড়ি মনিমুক্ত গাঁথা।

খুঁজে ফিরি তাই, যেথাসে থাযাই-
খুঁজে পেলে ছাড়বোনা আর,
না পেলে জীবন মেনে নেবে হার-
তবু আমি পারবোনা মানতে এহার।
কে তুমি ?


Side banner
Link copied!