• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অহংকারি নারী


FavIcon
কণিকা মির্জা কণা:
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৭:৩৮ পিএম
অহংকারি নারী
অহংকারি নারী


আমি খুব সরল সোজা মানুষ,
জীবন, জীবনের  ঘাত প্রতিঘাত আমার
জীবনটাকে জটিল করে তুলেছে
আমার লজ্জা আমার অহংকার,
কারণ, আমি সত্য কথা বলি।

আমার কলঙ্ক আমার আহ্বান,
কারণ আমি প্রতিবাদী।
প্রতিবাদী আমি তাদের কাছে
যারা ইচ্ছেকে গলাটিপে হত্যা করে,
যারা নারী সৌন্দর্য ভোগ করে
নারীকে আষ্ঠেপৃষ্ঠে শোষণ করে।

আমি অহংকারী নারী,
যে নিপীড়িত হয়ে অন্য পুরুষের হাত ধরি,
যে পুরুষ আলোকিত হওয়ার প্রতিশ্রুতি দেয়
যে সামান্য অবহেলা টুকুও করে না।

আমি আমার কলঙ্কে ভীষণ গর্ববোধ করি,
আমি জোর দিয়ে একথাও বলতে পারবো না
আমি যাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি না,
শুধু এই কথাটাও আমি মনে আনতে চাই না
যদি দূর্বল হয়ে পরি
কারণ, আমি বিনয়ী নারী।

যদি সব বাঁধন ছিরে চলে যেতে ইচ্ছে করে,
যদি আমার দিকে কেউ আঙ্গুল তোলে
এ আমি মেনে নিতে পারি না,
আমার সুখ তখন আমার সুখ থাকবে না
কারণ, আমি মায়াবতী নারী।

 

 


Side banner
Link copied!