চলতি নভেম্বর মাসেও দেশে ঘূর্ণিঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
রোববার (২ নভেম্বর) প্রকাশিত মাসিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এছাড়া দেশের নদী অববাহিকা ও কিছু স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েছে। এ কারণে নভেম্বরেও এমন অস্থির আবহাওয়ার ঝুঁকি অব্যাহত থাকতে পারে।
আপনার মতামত লিখুন :