• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

দুর্নীতি প্রমাণ হলে আদানির সঙ্গে চুক্তি বাতিল হতে পারে: বিদ্যুৎ উপদেষ্টা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৬:৩০ পিএম
দুর্নীতি প্রমাণ হলে আদানির সঙ্গে চুক্তি বাতিল হতে পারে: বিদ্যুৎ উপদেষ্টা

দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তিতে যদি দুর্নীতির প্রমাণ মেলে, তবে সেই চুক্তি বাতিল হতে পারে—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিসমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন,“চুক্তিতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতা পেলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সব তথ্য দুদকের সঙ্গে আলোচনা করব।”

তিনি আরও জানান,“এই চুক্তিগুলোর অনেকগুলোই আগের সরকারের সময়ে করা হয়েছে। অনেক কর্মকর্তা এখন আর চাকরিতে নেই। তাছাড়া চুক্তি চাইলেই বাতিল করা যায় না—প্রতিটি চুক্তিতে বাতিলের কোনো ধারা ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে।”

বিদ্যুৎ উপদেষ্টা বলেন,“দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনটি কালাকানুন হিসেবে বিবেচিত হওয়ায় ২০২৪ সালেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এ আইন আর ব্যবহার করা হবে না। তবুও আইনের আওতায় থাকা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে গত বছরের সেপ্টেম্বরে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।”

জাতীয় কমিটির প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম ব্রিফিংয়ে বলেন,“দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় আওয়ামী লীগ সরকার বড় ধরনের দুর্নীতি করেছে। ভারতের আদানিসহ একাধিক বিদেশি কোম্পানির সঙ্গে এই চুক্তিগুলো হয়েছে। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি এই দুর্নীতির সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে।”


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!