• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ১৩, ২০২২, ০৩:০৮ পিএম
খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিকেলে মেডিকেল বোর্ড বৈঠকে বসবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক, ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ বোর্ডে ১০ সদস্যের একটি টিম থাকবে।

সোমবার (১৩ জুন) বিকেল ৫টায় এই বৈঠক হবে। পরে চিকিৎসকদের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করা হবে।
এর আগে, শুক্রবার (১০ জুন) রাত ৩টা ২০ মিনিটে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। পরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়। বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


Side banner
Link copied!