• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৫৬ পিএম
জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
সভাটি আয়োজন করা হয় ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে।

মির্জা ফখরুল বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ধারা গড়ে উঠেছিল, তার ধারাবাহিকতা আজও বহমান। জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তারেক রহমান।”

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ যখন হতাশা ও অনিশ্চয়তার মধ্যে আছে, তখন “দেশের শত্রুরা” নৈরাজ্য সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ৭ নভেম্বরের ঐক্যের চেতনা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে, উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন,“১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। সেই ঐতিহাসিক দিনেই বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়।”

তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে এক ক্ষণজন্মা নেতা, যিনি বাংলাদেশকে “বটমলেস বাস্কেট” তকমা থেকে মুক্ত করে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেন। তার সময়েই শুরু হয় শিল্প, কৃষি ও রেমিট্যান্সনির্ভর অর্থনীতির ভিত্তি গড়া।

ফখরুল বলেন,“জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। তার হাত ধরেই গার্মেন্টস শিল্পের বিকাশ, বিদেশে শ্রমিক প্রেরণ এবং নারীর ক্ষমতায়ন শুরু হয়।”

তিনি আরও বলেন,“যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তবুও তার আদর্শ আজও জীবিত। তার প্রদত্ত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন কখনও পরাজিত হয়নি। বিএনপি সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এখনও লড়াই করছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।”

বক্তব্যের শেষে ফখরুল বলেন,“৭ নভেম্বর শুধু বিএনপির নয়, গোটা জাতির জন্য এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের চেতনা থেকেই জাতি আবারও ঐক্যবদ্ধ হবে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে।”


Side banner
Link copied!