• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেতন বাড়তে চলেছে পাকিস্তানি ক্রিকেটারদের


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মে ১১, ২০২২, ১০:২২ পিএম
বেতন বাড়তে চলেছে পাকিস্তানি ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বর্তমানে ২০ জন ক্রিকেটার রয়েছেন। চলমান এই কেন্দ্রীয় চুক্তি শেষ হতে চলেছে আগামী ৩০ জুন। নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করেছেন দলটির অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুস্তাকের সঙ্গে।

সেই আলোচনায় ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কোচ এবং অধিনায়ক দুজনেই। তাদের এই প্রস্তাব গ্রহণ করেছে পিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে চলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে যোগ হতে যাচ্ছেন বাম হাতি অলরাউন্ডার খুশদিন শাহ এবং দুই পেসার হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। অপরদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং লেগ স্পিনার ইয়াসির শাহ বাদ পড়তে যাচ্ছেন পূর্বের কেন্দ্রীয় চুক্তি থেকে।

এদিন বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে চুক্তির খসড়া, বেতনের জন্য সামগ্রিক বাজেট বরাদ্দ এবং খেলোয়াড়দের বিভাগগুলো নিয়ে আলোচনা করা হয়।


Side banner
Link copied!