• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশেই হবে: পাপন


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মে ২০, ২০২২, ১০:৪০ পিএম
এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশেই হবে: পাপন
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৫তম আসর নিয়ে যেন ‘ম্যাজিকাল চেয়ার’ খেলা চলছে। পাকিস্তান, শ্রীলঙ্কার পর চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের জন্য জোরেশোরেই উঠছে বাংলাদেশের নাম। যদিও আগস্টে শ্রীলঙ্কার মাটিতে এবারের এশিয়া কাপ আয়োজনের সূচিও প্রকাশ পেয়েছিল।
তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব-অসম্ভবের দোলাচলে পড়ে গেছে। দেশটিতে চলমান বিক্ষোভের কারণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে দেশটিতে। যার প্রভাব পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডেও। ফলে শেষ পর্যন্ত যদি দ্বীপরাষ্ট্রটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব না হয়, তবে বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।আজ শেখ জামাল ক্রিকেট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এশিয়া কাপ নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
এশিয়া কাপ নিয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘সময়ই বলে দেবে এশিয়া কাপ কোথায় হবে। যদি এটার আয়োজক পরিবর্তন হয়, তবে অবশ্যই প্রথম পছন্দ হবে বাংলাদেশ। যদি ওরা (শ্রীলঙ্কান ক্রিকেট) মনে করে ওরা পারবে না, তাহলে এটা বাংলাদেশেই হবে।’
তবে এই মুহূর্তে এশিয়া কাপ নিয়ে প্রশ্ন করাটা পছন্দ নয় নাজমুল হাসানের। বিসিবি বস আরও যোগ করেন, ‘এটা এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা। তাদের অবস্থা খারাপ, তাদের বোর্ডও ভালো অবস্থায় নাই। তবে এই সময়ে এই প্রশ্ন করার মানে নেই। এটা নিয়ে কথা বলা আমাদের এখন উচিত হবে না।’
১৫তম এশিয়া কাপ প্রথমে পাকিস্তানে হওয়ার কথা ছিল। তবে ২০২০ সালে করোনা মহামারিতে স্থগিত টুর্নামেন্টটির আয়োজক পরিবর্তিত হয়ে সুযোগ পায় শ্রীলঙ্কা। চলতি বছরের ২৭ আগস্ট থেকে এবারের আসরটি শুরু হওয়ার কথা এখনো আছে। যা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এবারের আসরটি ক্ষুদ্রতম ফরম্যাটেই আয়োজনের কথা।


Side banner
Link copied!